গোপালগঞ্জ ও কাশিয়ানী প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১৭:৪৩ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে মামা ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আহম্মদ খানের ছেলে আখ বিক্রেতা দীন ইসলাম খান এবং তার ভাগ্নে একই গ্রামের মাসুদ খানের স্কুল পড়ুয়া ছেলে সিফাত ওরফে হাসাইন।
নিহত দ্বীন ইসলামের বাবা আহমদ খানসহ পরিবারের অপর তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দীন ইসলাম খান তার ভাগ্নে সিফাতকে নিয়ে ইজিবাইকে করে গ্রামের বাড়ি সদর উপজেলার করপাড়া থেকে ভগ্নিপতি সুজন মোল্লার (বোনের স্বামী) বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। তারা কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্বীন ইসলাম খান ও সিফাতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে একজনসহ বাসটিকে আটক করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।