ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়কের পাশে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছেন হিমেল নামে এক যুবক। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, এলপিজি লরি থেকে স্টেশনে লোড করার সময় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।