× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এরপর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আহতরা হলেন-উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন মোল্লা, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নগর রায়ের পাড়ার শ্রীদাম রায়ের ছেলে রতন রায়, হারুন খার স্ত্রী শারমিন বেগম ও নিরোদ মজুমদারের ছেলে নয়ন মজুমদার।

এছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার আহতরা হলেন-শিক্ষক হিরন্ময় কবিরাজের স্ত্রী শিক্ষক নমিতা রানী, পলাশ কবিরাজের স্ত্রী স্বাস্থ্যকর্মী চপলা রানী, সন্তোষ সূত্রধর, দীপালি সরকার ও শিশু কনক শীল । আহতদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আহত রতন কুমার রায় বলেন, শিয়াল কামড়ানোর পরপর চিকিৎসার জন্য আমি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। হাসপাতালে নাকি শিয়ালে কামড়ানোর ভ্যাকসিন নেই। তাই বাইরে থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে। 

এ বিষয়ে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে এ এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। সপ্তাহখানেক আগে দেওয়ান পাড়ার সাদ্দাম দেওয়ানের ৩ বছর বয়সী শিশু কন্যা নাদিয়াকে শিয়াল আক্রমণ করে মারাত্মক জখম করে। অল্পের জন্য শিশুটি প্রাণে বেঁচে যায়। এছাড়া ওই গ্রামের মাহিন সরদারের একটি ছাগলের ওপর হামলা করে জখমসহ ছাগলের লেজ কামড়ে ছিড়ে ফেলে। এভাবে শিয়ালের কামড়ে সাধারণ মানুষ ও গবাদি পশু জখম হচ্ছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

চিকিৎসক মো. রুহুল আমিন বলেন, রবিবার সন্ধ্যার পর থেকে রাতে কয়েক দফায় শিয়াল কামড়ানো রোগীরা চিকিৎসা নিতে আসেন। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা