শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:৪৪ পিএম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শ্রমিকদলের আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের পদধারী একাধিক নেতাকে অর্ন্তভুক্ত করার প্রতিবাদে, একযোগে ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব এমদাদুল হক।
এ সময় তিনি বলেন, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনে স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। কমিটিতে স্বৈরাচার আওয়ামী লীগের পতন আন্দোলনে রাজপথে সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিপুল পরিমান অর্থের বিনিময়ে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক পদধারী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা দলের জন্য খুবই ক্ষতিকর এবং দুঃখজনক।
অভিযোগ করে এমদাদুল হক আরও বলেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের কাউকে অবগত না করে রাতের আধারে মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে। যা ঝিনাইগাতী উপজেলাসহ জেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। দ্রুততম সময়ের মধ্যে এ কমিটির বিষয়ে সমাধান না দিলে সামনে কঠোর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য কমিটি গঠনকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল, দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল। ঝাড়ু মিছিলের পরে জেলা শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কমিটির সদস্য সচিব এমদাদুল হক সহ তিনজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে বহিষ্কার করা হয়েছে।