খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:২৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:৩৩ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে একটি বেসরকারি ক্লিনিকের নার্সের বিরুদ্ধে প্রসূতি মায়ের জন্য আনা ইনজেকশন নবজাতককে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নবজাতকটি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা।
চার দিন বয়সি এ নবজাতক উপজেলার ছাতিয়ানগড় গ্রামের অমল সরকার ও শিউলি সরকার দম্পতির প্রথম সন্তান। নবজাতকের চাচা দীপক বিশ্বাস জানান, উপজেলার পাকেরহাট মমতাজ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে গত বুধবার সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিউলি সরকারের ছেলেসন্তানের জন্ম হয়। গত বৃহস্পতিবার রাতে শিউলি সরকারের জন্য আনা ইনজেকশন কর্তব্যরত নার্স নবজাতকের শরীরে পুশ করেন। গত শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে নবজাতককে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রবিবার (৩ নভেম্বর) সকালে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নবজাতকের বাবা অমল সরকার বলেন, ‘নার্সের ভুলে আমার সন্তান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ক্লিনিকের নার্স আমাদের স্লিপ ধরিয়ে দিলে এন্টি-ডি ইনজেকশন নীলফামারী থেকে নিয়ে আসি। ভালোভাবে না জেনেই নার্স নবজাতকের শরীরে সেই ইনজেকশন পুশ করে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
তবে নবজাতকের স্বজনরা অভিযুক্ত নার্সের নাম-পরিচয় জানাতে পারেনি। ক্লিনিক কর্তৃপক্ষও তার নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এজন্য অভিযুক্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক্লিনিকের স্বত্বাধিকারী মোছাব্বের হোসেন বলেন, ‘নবজাতকের শ্বাসকষ্টের দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ডেকাসন নামে রোগ প্রতিষেধক ইনজেকশন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে ইনজেকশন পুশে নার্সের ভুল হতে পারে। নবজাতকে দেখভালের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।’
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ওই পরিবার যদি অভিযোগ দেয় অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, ‘এমন ঘটনা মোটেও কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’