পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:১০ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:১১ পিএম
প্রতীকী ছবি
কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ। উদ্ধারের দুইদিনেও কোনও পরিচয় পাওয়া যায়নি মরদেহ দুটির।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান। এর আগে শুক্রবার বিকালে ও বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার বিকালে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তীরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল।
মরদেহ দুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও জানান তিনি।