× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপাকে নিঃশেষ করতে পরিকল্পিত হামলা হয়েছে

খুলনা অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:০৯ পিএম

জাপাকে নিঃশেষ করতে পরিকল্পিত হামলা হয়েছে

খুলনায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত ও জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্যই এমন হামলা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। রবিবার (৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দেড় যুগে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কারণে কতটা ঝুঁকির মধ্যদিয়ে জাতীয় পার্টি দলীয় কার্যক্রম পরিচালনা করেছে সেটি সবাই জানেন। কিন্তু তারপরও শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা খুলনা জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল, ফ্যান, দুটি টিভি ভাঙচুর করে। জেলা ও মহনগর দপ্তর সম্পাদকের মূল্যবান কাগজপত্রসহ নগদ ২৫ হাজার ২৯০ টাকা লুটতরাজ করে নিয়ে যায়। পরে তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছবিসহ অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নিষ্ক্রিয়। এমনকি আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি আসতে চাইলে তাদেরকেও বাধা দেওয়া হয়। ভাঙচুর ও আগুনে জাতীয় পার্টির অনেক ক্ষয়ক্ষতি হয়। 

তিনি আরও বলেন, সম্প্রতি তিন-চারজন ব্যক্তি জাতীয় পার্টির কার্যালয়ের জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করে। এটা দখল করতে তারা ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এ হামলার সঙ্গে ছাত্র-জনতা কোনোক্রমেই জড়িত নয়। বরং যারা আমাদের পার্টি অফিসটি দখলে নিতে চায় তাদের উস্কানিতে তৃতীয় পক্ষ এ হামলা চালিয়েছে। 

তিনি বলেন, পরিকল্পিত হামলার বিষয়টি আঁচ করতে পেরে ১ নভেম্বর পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়। এর পরও কীভাবে হামলা হলো সেটিই প্রশ্ন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন কর্মী শহীদ হয়েছেন। তবু ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে জনগণ থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। আমরা এ ঘটনার এবং পার্টিবিরোধী চক্রান্তের তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে রাজধানী ঢাকা ও খুলনাসহ দেশের যেসব স্থানে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শান্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণ-আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির খুলনা জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা