× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপাকে ক্ষমা চাইতে আল্টিমেটাম গণঅধিকারের

রংপুর অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:০২ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:০৮ পিএম

জাপাকে ক্ষমা চাইতে আল্টিমেটাম গণঅধিকারের

জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনার হালুয়া-রুটির ভাগীদার ছিল উল্লেখ করে রংপুরে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নুরুল হক নুর ও তার দলকে নিয়ে জাপার কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্যের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমাপ্রার্থনা না করলে রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির বিরুদ্ধে গণবিপ্লব শুরু হবে এবং আইনি প্রক্রিয়ায় যাবে গণঅধিকার পরিষদ।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি পার্ক মার্কেটস্থ গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলা হয়। সেখানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আব্দুল্লাহসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় পার্টির অতীতে দেশের জন্য অবদান রয়েছে, কিন্তু স্বৈরাচারের সঙ্গে একাত্ততা প্রকাশ করায় এবং ৫ আগস্টের পূর্বের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পাার্টি সরাসরি সম্পৃক্ত। কেননা তারা স্বৈরাচারের হালুয়া রুটির ভাগীদার ছিল। তারা যতই লাফালাফি করুক, গণঅধিকার পরিষদ ও সচেতন নাগরিক কখনও তাদের ফাঁদে পা দেবে না।

বক্তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে বলেন, আগামী ৮ নভেম্বর রংপুরে গণঅধিকার পরিষদের বিভাগীয় জনসভায় আসবেন নুরুল হক নুর। সেজন্য তারা পোস্টার ও ব্যানার সাঁটিয়েছিলেন। বিভাগীয় সমাবেশ ঘিরে জাতীয় পার্টি খুবই ন্যক্কারজনকভাবে আমাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে, যা প্রতিহিংসামূলক। রাতারাতি তারা ১২০০ থেকে ১৩০০ পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে বক্তারা অভিযোগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা