নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২১:১২ পিএম
নেত্রকোণায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ছিনতাই চেষ্টাকালে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। গত শনিবার রাতে সদর উপজেলার হামিদপুর বাজার নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ছিনতাইকালে তাদের আটক করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটকরা হলেনÑ ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ গ্রামের আল মামুন ও চরপাড়া গ্রামের খাইরুল ইসলাম।
রবিবার (৩ নভেম্বর) নেত্রকোণা সদর সেনাক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত শনিবার নেত্রকোণা সদর ক্যাম্পের সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে হামিদপুর বাজার নামক স্থানে রাস্তা অবরোধ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে কয়েকজন যাত্রীর তল্লাশি শুরু করে। রাস্তায় যানজট দেখে টহল দল সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দুজনকে আটক করা হয়। দুটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। আটক দুজন ও জব্দ মোটরসাইকেল নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা জোরদারকরণে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।