× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাসদস্যের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২১:০৯ পিএম

সেনাসদস্যের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বরইতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

রবিবার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবুর রহমান বাদী হয়ে ১৫ জনের নামসহ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে মজিবুর রহমানের গ্রামের বসতবাড়িতে ২ শতাধিক কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা টের পেয়ে পরিবারের সদস্যরা বসতঘরের পেছনে মৎস্য ঘেরের ভেতরে পালিয়ে জীবনরক্ষা করে। হামলাকারীরা বসতঘরে প্রায় ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ৮৭ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, একটি মোটরসাইকেলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে তারা পাশেই আউয়াল হাওলাদারের বসতঘরে হামলা করে সরকারি বরাদ্দ পাওয়া পানির ট্যাংকি কুপিয়ে ভাঙচুর করে দুটি ছাগল নিয়ে যায়। 

সেনাসদস্যের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘১০০-১৫০ জন কিশোর গ্যাং নাসির উদ্দিন সঞ্জুর নাম ধরে বাড়িতে প্রবেশ করে ইট-পাটকেল ছুড়তে থাকে। প্রাণের ভয়ে পালিয়ে মৎস্য ঘেরের ভেরিতে রাতযাপন করে বেঁচে যাই। তারা মাছ বিক্রির ৮৭ হাজার টাকা, মোটরসাইকেল, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়েছে। ঘরে পানি খাওয়ার গ্লাসটিও রেখে যায়নি।’ 

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা