চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২১:১৪ পিএম
প্রতীকী ছবি
মামার বাড়ির পেছন থেকে মো. ফোরকান নামে এক ভাগিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে।
নিহত মো. ফোরকান একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পশ্চিম বৈলগাঁও হাজিরপাড়ার ফজর আলী তালুকদার বাড়ির বাসিন্দা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই যুবকের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। তবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, বছরখানেক আগে ফোরকান বিদেশ থেকে দেশে ফিরেছেন। বিয়ে করলেও বউ তার সঙ্গে থাকে না। তিনি কখনও বোনের বাড়ি আবার কখনও মামার বাড়িতে থাকেন। শনিবার (২ নভেম্বর) রাতে তিনি বোনের বাড়ি থেকে খেয়ে বের হন। এরপর আজ সকালে মামার বাড়ির পেছনের দরজার পাশেই তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার মামা প্রবাসে থাকেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।