বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন উপজেলা প্রশাসন। প্রবা ফটো
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের পাশে, ভিআইপি কলোনির সরকারি জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইশমাম। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাকেরগঞ্জ থানা পুলিশসহ শিক্ষার্থীরা।
কতিপয় দখলদার প্রকাশ্যে সরকারি রাস্তাসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে সড়কসহ সরকারি সম্পত্তি দখল করে নিয়েছিলো।
বিভিন্ন পত্রিকায় দখলদারের বিরুদ্ধে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ‘বাকেরগঞ্জ সরকারি ভবন ও জমি দখলের মচ্ছব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করলে সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর আগে ২০২২ সালের ৪ এপ্রিল ‘বাকেরগঞ্জে প্রকাশ্যে সরকারি জমি দখলের মহোৎসব, দেখার যেন কেউ নেই!’ শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ হয়।
অভিযান পরিচালনার আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে যারা দোকানদারি করে আসছেন, তাদের দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে কাঠের তৈরি দোকানগুলো ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইশমাম বলেন, সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে পৌর এলাকায় যানজটের সৃষ্টি হয়। সড়ক দখল করে অবৈধ দোকান নির্মাণ করে অনেকে লাখ লাখ টাকা ভাড়া উত্তোলন করে নিতেন। বিশেষ করে সরকারি কলেজের সামনে অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।