রংপুর অফিস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম
রংপুরে একটি জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো
রংপুরে একটি জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পীরগঞ্জের নন্দপুর ফতেপুর গ্রামের মজিবর মণ্ডলের ছেলে হারুন মণ্ডল ও আব্দুর রশিদ ওরফে নান্নু মণ্ডল, আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আবুল হোসেনের ছেলে আকমল হোসেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন বলেন, ‘দীর্ঘ ছয় বছর আইনি লড়াই শেষে জোড়া খুনের মামলার রায় হয়েছে। বাদীপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তারা আদালতের এ রায়ে সন্তষ্ট।’
মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুলাই সকালে আব্দুর রাজ্জাক মণ্ডল, শামসুল মণ্ডল জমিতে সেচ দেওয়ার সময় চাচাতো ভাই হারুন মণ্ডল, নান্নু মণ্ডল ও আকমল হোসেন তাদের ওপর লাঠি দিয়ে আক্রমণ চালান। এতে শামসুল মণ্ডলের ডান পায়ে আঘাতে গুরুতর জখম হলে আব্দুর রাজ্জাক মণ্ডল এগিয়ে আসেন। এ সময় হারুন মণ্ডল কোদাল দিয়ে রাজ্জাক মণ্ডলের মাথায় কোপ দিয়ে আহত করেন। তাদের চিৎকারে পাশের জমিতে কাজ করতে থাকা আজিজ মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম এগিয়ে এলে নান্নু মণ্ডল তার মাথায় কোপ দেন। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তারা মারা যান। এ ঘটনায় রাজ্জাক মণ্ডলের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে মামলা করেন।
মামলার বাদী আরিফা খাতুন বলেন, ‘বাবা হত্যার ন্যায়বিচার পেয়েছি। আদালতের রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতের আপিলেও যেন এই রায়ই বহাল থাকে, কার্যকর হয়।’