× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় সংঘর্ষে আহত ৯, পাল্টাপাল্টি মামলা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম

আখাউড়ায় সংঘর্ষে আহত ৯, পাল্টাপাল্টি মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের দাবি অনুযায়ী এতে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছেন উভয়পক্ষ। একটি মামলা দায়েরের একদিন পর আরেকটি মামলা দায়ের করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ অক্টোবর উপজেলার কুড়িপাইকা গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে মামলা করেন বিজিবির অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল গণি শিকদার। মামলায় ওই এলাকার আমিন শিকদার, ছাত্রলীগ নেতা নিয়ামত শিকদার, সারোয়ার সিকদার, রানা সিকদারসহ আটজনের নাম উল্লেখ করা হয়। একই ঘটনার জেরে পরের দিন ওই মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের স্ত্রী খায়রুন্নেছা সিকদার আশা আরেকটি মামলা করেন। মামলায় প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়।

তবে গণি সিকদারের ছেলে তানভীর সিকদার দাবি করে বলেন, তাদের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামলা করেছেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে মিথ্যা মামলা দায়ের করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, অভিযোগ অনুযায়ী একটি পক্ষে দুইজন ও আরেক পক্ষে সাতজন আহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা