বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আবিদপুর উত্তরপাড়া এলাকায় একটি বেগুনক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে ওই এলাকার পাটোয়ারী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত মো. রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদপুর
গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী এগিয়ে
এলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রবিবার
সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনক্ষেত থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের
ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।
নিহতের বাবা হাবু মিয়া জানান, শনিবার
রাত ১২টার দিকে ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে ছেলেসহ বাড়ি থেকে বের হই। ডাকাত
চলে গেলে সবাই বাড়ি ফিরলেও ছেলে আর ফেরেনি। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেগুনক্ষেতে
ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান,
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।