মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে হরষপুর (তেলিয়াপাড়া ফাঁড়ির) এস আই বুলবুলসহ পুলিশের একটি টিম পুরোনো ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে, একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, সেলিম মিয়া ও রুবেল মিয়া । এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেঁতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে তিনি দ্রুত তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন। পরে গাঁজাসহ পিকআপ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।