× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরগঞ্জ রেলস্টেশন

রেললাইনে বসেছে দোকানপাট ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা

একেএম রেজাউল করিম, রায়পুরা (নরসিংদী)

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৭:১৫ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

রেললাইনে বসেছে দোকানপাট ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেললাইনে নরসিংদীর রায়পুরা উপজেলার অন্যতম আমিরগঞ্জ স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে সবার কাছে পরিচিত। এ অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাকা, টঙ্গী, গাজীপুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন গিয়ে চাকরি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করেন এ এলাকা থেকে। এই স্টেশন দিয়ে দৈনিক প্রায় এক হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু স্টেশনটি এখন রুগ্‌ণ দশায় ভুগছে।

সূত্র জানায়, ২০২২ সালের ৩১ জুলাই এবং ১ আগস্ট রেলস্টেশনের পশ্চিমের ২৪/এ, ২৪/বি এবং ২২/এবি লুপ লাইনের তিনটি সিগন্যাল লাইনের মোটর চুরি হয়ে গেছে এবং এর আগেও একই স্টেশনের পশ্চিম ও পূর্ব প্রান্তের আরও চারটি মোটর চুরি হয়েছে। স্টেশনমাস্টার ও সিগন্যাল মোটর না থাকায় দুর্ঘটনায় অনেকে মারা গেছে এবং পঙ্গু হয়েছে। কিছু দিন আগেও এক সপ্তাহের ব্যবধানে আমিরগঞ্জ রেলস্টেশনে ট্রেন দুর্ঘনায় দুজন মারা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, রেললাইনের ওপর বিভিন্ন ধরনের পসরা বসিয়ে অবাধে ব্যবসা করছে এলাকাবাসী। প্ল্যাটফর্মসংলগ্ন দুই পাশের রেললাইনের ওপর ময়লা ফেলে রাখা হয়েছে। রেললাইনের ওপর স্তূপাকারে সারি সারি ময়লার বস্তাও পড়ে রয়েছে। এতে করে নষ্ট হচ্ছে রেললাইনের লোহা, বনলতায় ঢেকে গেছে দুই পাশের রেললাইন। 

হাসনাবাদ এলাকার সমাজসেবক এমআর মামুন বলেন, ‘এ স্টেশনে দীর্ঘদিন ধরে মাস্টার নেই। একাধিকবার রেলওয়ের বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেও সুফল মেলেনি।’ এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি। 

নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. মুছা জানান, নরসিংদীর মধ্যে শুধু আমিরগঞ্জই নয়, রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রায় ৪০টি স্টেশনে স্টেশনমাস্টারের অভাবে স্টেশনগুলো বন্ধ রয়েছে। অতি শিগগিরই মাস্টার নিয়োগ এবং লোকবল সংকট দূর করে স্টেশনগুলো চালু করা অতিব জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা