× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টাকা-পয়সার অভাবে আমার ভাই আকামার মেয়াদও বাড়াতে পারে নাই, দেশেও আসতে পারে নাই’

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

‘টাকা-পয়সার অভাবে আমার ভাই আকামার মেয়াদও বাড়াতে পারে নাই, দেশেও আসতে পারে নাই’

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ অক্টোবর)  লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল হাজমিয়া এলাকায় বিমান হামলায় তিনি নিহত হন। পরিবারের সবার ছোট ভাইকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের প্রয়াত মো. আব্দুল কুদ্দুসের ছেলে। 

এদিকে নিজামের নিহতের সংবাদে পরিবারে চলছে শোকের মাতম। তারা নিজামের মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

নিহত নিজামের বড় বোন সায়েরা বেগম বলেন, জীবিকার তাগিদে তার ভাই ১২ বছর আগে লেবাননে যান। 

তিনি আরও বলেন, ‘বৈধ্ভাবে লেবানন গেলেও আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়াই আজ থেকে চার বছর আগে তিনি অবৈধ হয়ে জান, টাকা-পয়সার অভাবে আমার ভাই আকামার মেয়াদও করতে পারেনাই, দেশে ও আসতে পারেনাই। গতকাল রাত ১০টার সময় তার মৃত্যুর সংবাদ পান।’ 

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমরা আমাদের একমাত্র ভাইয়ের লাশটা দেখতে চাই। সরকারের কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই। সরকার যেন আমার ভাইয়ের লাশটা দেশে আনার ব্যবস্থা করে দেন।

নিহত নিজামের চাচাতো ভাই আলমগীর হোসেন বলেন, আমার ভাই লেবাননে যাওয়ার পর আর দেশে আসেনি। সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাইয়ের  মরদেহটা যেন এনে দেন। আমি আমার ভাইয়ের মরদেহ দেখতে চাই।

জানা গেছে, নিজামরা চার ভাইবোন। তাদের বাবা-মা নেই। খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, নিহতের ভাই জালালের মাধ্যমে তিনি নিজামের মৃত্যুর বিষয়টি জানতে পান। তিনি নিজামের মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবাননে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নং ইএফ০৬২০০৪৩) শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মোক্তার বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা