× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চার সাংবাদিককে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৫০ পিএম

চার সাংবাদিককে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার, চার সাংবাদিককে দুইদিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। এর আগে সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আদালতের সামনে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আদালতের জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) ও কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালত দুইদিনের জন্য অভিযুক্তদের জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্তরা হলেন, ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তারা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি। 

এদিকে রামগঞ্জ প্রেস ক্লাবের জেষ্ঠ্য চার সাংবাদিকের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২ নভেম্বর) সকালে প্রতিবাদ সভা করা হয়েছে। রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকরা ওই সভা করেন।

সভায় রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ সাংবাদিকরা জানায়, ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তথ্য সংগ্রহের জন্য রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান চার সাংবাদিক। ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমার প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন ইকবাল। তবে তিনি কোন তথ্য না দিয়ে বিরুপ আচরন করেন সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকরা তথ্য না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিডিওচিত্র ধারন করে চলে আসেন। পরে নির্মানাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে ইকবাল আত্মহত্যা করেন। আত্মহত্যার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটনে জোরালো দাবি জানিয়েছেন তারা।

বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, আমরা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড চেয়েছি। আদালত বিষয়টি আমলে নিয়ে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন।

সকালে মানববন্ধনে নিহত ইকবালের বাবা মোস্তফা কামাল, মা সুফিয়া বেগম ও স্ত্রী শারমিন আক্তার রিমুসহ অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, রবিবার (২৭ অক্টোবর) রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। এদিকে মোস্তফার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সোমবার (২৮ অক্টোবর) তার স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকালেই পুলিশ অভিযুক্তদের আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা