× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চাঁদপুর ও কচুয়া প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:০৩ পিএম

সংঘর্ষে আহতরা। প্রবা ফটো

সংঘর্ষে আহতরা। প্রবা ফটো

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর গোহট (উত্তর) ইউনিয়নের মিয়ার বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধনকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।  এই ঘটনায় বিএনপির কার্যালয় ও এক নেতার বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের অন্তত  ১০ জন রক্তাক্ত জখম হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মিয়ার বাজারে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মোশাররফ হোসেনের সমর্থকেরা বিএনপির কার্যালয় উদ্বোধন করার প্রস্তুতি নেন। হঠাৎ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী  আ ন ম এহসানুল হকের গ্রুপ এসে হামলা চালায়। পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএনপি নেতা মঞ্জুর আহমেদ সেলিম বলেন, তাদের গ্রুপের জুয়েল হোসেন, শাহাদাত, লিটন, ফাহিম ও করিম আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

অপরদিকে মিলন গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মোস্তফা,আতিকুর রহমান ,হেলালসহ আরও দুজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, সংঘর্ষের খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ এখনও অভিযোগ বা মামলা করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা