ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:২৯ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
আগামী বর্ষা মৌসুমের আগেই ফেনীর পরশুরামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরী নদী সংলগ্ন বল্লামুখার বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে সরেজমিনে বাঁধটি পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে কথা বলে এ আশ্বাস প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বল্লামুখার বাঁধটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের দুর্ভোগ ও আশঙ্কার কথা তুলে ধরেন। এ সময় আগামী বর্ষার আগে বাঁধ নির্মাণের আশ্বাস দেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করা হবে বলে জানান সিনিয়র সচিব।
উল্লেখ্য, উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন চরের পশ্চিমে-দক্ষিণে রয়েছে প্রায় ৪ কিমি দৈর্ঘ্যের বল্লামুখার খাল ছিল স্রোতহীন। এবারের বর্ষা মৌসুমে ভারতে পাহাড়ি ঢলের পানির চাপে ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হওয়ার পর খালের মুখের ভারতীয় অংশের বাঁধটি কেটে দেয় বিএসএফ। এতে করে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়। পরে বাংলাদেশ অংশে বাঁধটি কেটে দিতে প্রচেষ্টা চালালেও বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটে তারা।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইকবাল হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।