× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে একসঙ্গে চার শিশুর শিশুর জন্ম

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের একটি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামে এক নারী।  জন্ম নেওয়া চারজনই কন্যা সন্তান বলে জানা গেছে। মা ও শিশুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। এর আগে গতকাল ভোর ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়া ওই নারী নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী। তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

হাসপাতাল কতৃপক্ষ জানায়, ১ নভেম্বর রাত ১১ টার দিকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে গতকাল ভোর ৪টার দিকে অপারেশন (সিজার) করা হয়। এসময় তিনি চার কন্যা শিশু জন্ম দেন। 

এ ব্যাপারে চার সন্তান জন্ম দেওয়া নারী কিংবা তার আত্মীয় স্বজনরা কোন কথা বলতে রাজী হননি।

তবে অপারেশন করা চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার বলেন, সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছেন। চারজনই কন্যা সন্তান। তাদের মা ফারজানা এখন সুস্থ রয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা