× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না পেয়ে খামারে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

চাঁদা না পেয়ে খামারে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ। প্রবা ফটো

চাঁদা না পেয়ে খামারে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ। প্রবা ফটো

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চায়না বাজার এলাকায় কৃষকের মাছের খামারে বিষ ঢেলে প্রায় আট লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মৎস্যচাষি আলতাব হোসেনকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হেনস্তার চেষ্টা করে আসছিলেন উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান তপন। গত ৫ আগস্ট দেশের পট-পরিবর্তনের পর তার খামারের মাছ লুট করার চেষ্টা করে তপনের নেতৃত্বে একদল যুবক।

কিন্তু স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তা সফল করতে না পেরে বিভিন্ন সময় খামারি আলতাবের কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ। কিন্তু ওই খামারি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

এর প্রেক্ষিতেই গত শনিবার (২ নভেম্বর) ভোরে তপন আলতাবের খামারে বিষ ঢেলে দেন বলে অভিযোগ। এতে প্রায় ১০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়, যার মূল্য প্রায় আট লাখ টাকা। পরবর্তীতে উপজেলা মৎস অফিসারের উপস্থিতিতে পানি পরীক্ষা করে বিষ ঢেলে মাছ নিধনের বিষয় নিশ্চিত হন এবং চারটি খালি বিষের বোতল খামারের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে আলতাব হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, শফিউজ্জামান তপন চাকরিচ্যুত সাবেক পুলিশ কনস্টেবল। তিনি গত বছরের জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।

গত ৫ আগস্টের পর থেকে তপনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তার বিরুদ্ধে গত বছর একই ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা