× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন চসিকের নতুন মেয়র শাহাদাত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১০:১৯ এএম

ডা. শাহাদাত হোসেন। ফাইল ফটো

ডা. শাহাদাত হোসেন। ফাইল ফটো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে আজ রবিবার শপথ গ্রহণ করবেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সালাউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শপথগ্রহণ শেষে দুপুর ১২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করতে যাবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আগামী ৫ নভেম্বর চট্টগ্রাম ফিরে নতুন মেয়র হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। নির্বাচনে ভোট পড়েছিল ২২ দশমিক ৫২ শতাংশ। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান। তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনের ২৭ দিন পরই (২৪ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কমিশন ঘোষিত ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে বিবাদী করে মামলা দায়ের করেছিলেন। 

সেই মামলায় দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর গত ১ সেপ্টেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিন তাকে (ডা. শাহাদাত হোসেন) চসিকের মেয়র ঘোষণা করে আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবকে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্যও আদেশে নির্দেশনা দেন। পরে ৮ সেপ্টেম্বর ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র হিসেবে ঘোষণা দিয়ে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা