মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২২:১৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২২:২৬ পিএম
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের প্রবেশ পথে এভাবেই ফেলে রাখা হয়েছে ভর্তি রোগীকে।প্রবা ফটো
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রোগীকে রাস্তার পাশে ময়লা ও দুর্গন্ধযুক্ত স্থানে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন রোগীকে বাইরে ফেলে রাখার বিষয়টি তার জানা নেই। তবে রোগী চিকিৎসা পাবেন- এমনটা আশ্বস্ত করেছেন তিনি।
সরেজমিন দেখা যায়, শনিবার (২ নভেম্বর) সকাল থেকেই হাসপাতালের প্রবেশ মুখে রাস্তার পাশে ময়লা ও দুর্গন্ধযুক্ত স্থানে এক নারী রোগী পড়ে আছেন। তার পরিচয় জানতে চাওয়া হলে বোঝা যায় কিছুটা মানসিক ভারসাম্যহীন। ফলে তার নাম ঠিকানা ও স্বজনদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। শরীরে ইউরিন ব্যাগ নিয়েই প্রচন্ড রোদের মাঝে শুয়ে আছেন তিনি। সঠিক চিকিৎসার অভাবে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে।পথচারী যাকেই দেখছেন রোদ্রের হাত থেকে বাঁচার আর্তনাদ করছেন। কেউ এগিয়ে আসছে না তাকে ধরে ছায়ায় সরিয়ে নেওয়ার জন্য। এই অবস্থায় মানুষের সহযোগিতায় গাছের ছায়ায় সরিয়ে নেওয়া সম্ভব হয় তাকে।
বিষয়টি ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরকে জানালে তিনি চিকিৎসার ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। পরে সন্ধ্যায় দেখা যায় হাসপাতালের বাইরে অবস্থান করা জায়গায় রোগী নেই। হাসপাতালের কর্মচারীরা জানান, ওই রোগীকে তত্বাবধায়কের ব্যবস্থাপনায় সাথে একজন লোক দিয়ে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের বিভিন্ন রোগীর স্বজনরা বলছেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে বারান্দায় চিকিৎসা দেওয়া হলেও বিভিন্ন সময় বিছানায় মলমূত্র ত্যাগ করায় দুর্গন্ধ ছড়িয়ে হাসপতালের পরিবেশ নষ্ট করছিলেন তিনি। তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। অনেকটা বিরক্ত হয়েই হাসপাতালের কর্মচারীরা এমন ঘটনা ঘটিয়েছে।
তবে হাসপাতালে কর্মরত একাধিক কর্মকর্তা বলছেন, তত্ত্বাবধায়ক চাইলে মানসিক ভারসাম্যহীন এই রোগীকে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে পাঠাতে পারেন। সেই ক্ষেত্রে রোগীর মানসিক এবং স্বাস্থ্যের সুচিকিৎসা পাওয়া সম্ভব।
হাসপাতালের ওয়ার্ডবয় নুর আলম সিদ্দিকী বলেন, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল কি পাগলের চিকিৎসালয়? রোগী মানসিক অসুস্থ একজন নারী। গত এক সপ্তাহ আগে রোগীকে কে বা কারা হাসপাতালে রেখে যায়। রোগী মানসিক অসুস্থ হওয়ায় ঠিক মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। রোগীর স্বজন না থাকায় হাসপাতালের পরিবেশ নষ্ট করছিল। এতে হাসপাতালে ভর্তি অন্য রোগীরা অভিযোগ করায় তাকে বাইরে রাখা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বৃহস্পতিবার সকালে প্রতিবেদককে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন রোগী হাসপাতালে আসছিল। আমরা তাকে ভর্তি করে চিকিৎসা সেবা দিয়েছি। পরবর্তীতে হাসপাতালের বিছানায় তাকে দেখতে না পেয়ে চিকিৎসকরা মনে করেন তাকে স্বজনরা নিয়ে গেছেন। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম রোগীকে বাইরে ফেলে রাখা হয়েছে। তবে রোগীকে পুনরায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় তত্ত্বাবধায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করে, মানসিক ভারসাম্যহীন রোগীকে পাবনা মানসিক হাসপাতালে না পাঠিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কারণ কি? জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অনেকটাই নিশ্চুপ ছিলেন।