× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ আগষ্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি : হাজী মুজিব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ০০:০২ এএম

৫ আগষ্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি : হাজী মুজিব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেছেন, ৫ আগষ্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, একটি সুশৃঙ্খল দল হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটতরাজ তাদের অবস্থান আমাদের দলে জায়গা হবে না।

শনিবার (২ নভেম্বর) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাতের চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কমলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও আবুল হোসেন, মাহবুবুর রহমান ও রিয়াজুর রহমান রিমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র আবু ইব্রাহিম জমসেদ, বিএনপি নেতা অধ্যক্ষ ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান,পৌর বিএনপির সাবেক সভাপতি সোয়েব আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমিদুল হক রাফাত।

হাজী মুজিব বলেন, বিগত দিনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন দুর্নীতি লুটতরাজ, দূর্নীতি, বর্ণনা দিবেন এবং আওয়ামী লীগের ধূসরদের সাথে যারা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে মিলিত হয়ে দুর্নীতি লুটপাটে অংশগ্রহণ করেছে এবং তাদের সহযোগিতা করেছে তাদের মুখোশ উন্মোচন করব। কমলগঞ্জকে দুর্নীতি মুক্ত করতে কাজ করব। আপনারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করবেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল সক্রিয়ভাবে প্রমাণস্বরূপ দোষীদের আইনের ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করবেন। একটা সুন্দর সুশৃঙ্খল এরূপ দুর্নীতিমুক্ত করার জন্য সম্মিলিতভাবে সকলের পরামর্শ নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির বসবাস,, এখানে বাঙালি, চা শ্রমিক, মনিপুরী, সাঁওতাল, গারোসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস, আমরা সকলকে সমন্বয় করে, ঐক্য হয়ে সুন্দর পরিচ্ছন্ন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ গড়তে প্রদক্ষেপ নিবো। যে যে ধর্মের আছেন প্রত্যেকে তাদের ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। অনেক সময় অনেকের সাথে ইচ্ছে থাকলেও সাক্ষাৎ করতে পারিনাই, তাই বলে আপনারা ভুল বুঝবেন না। আবেগ প্রবন হয়ে হাজী মুজিব বলেন, আমাকে আমার বাড়িতে ঈদ পর্যন্ত করতে দেওয়া হয়নি। বিভিন্ন জানাজায় ও সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি। আমি মানুষের কল্যাণে, একটি পরিকল্পিত আধুনিক সুন্দর শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ গড়তে আপনাদের নিয়ে কাজ করতে চাই এতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তিনি বলেন, একটা প্রবাদ আছে না, "কয়লা ধুইলে ময়লা যায় না" যারা দুর্নীতি লুটতরাজের সাথে ছিলো, তারা ভবিষ্যতে এমনটাই করবে। দূর্নীতিবাজ সে যে দলেরই হোক, তাদেরকে চিহ্নিত করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা