× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা রেজাউল করিম গ্রুপের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতা মান্নান গ্রুপের নেতাকর্মীরা।শনিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি আ. রহমান মুন্সি, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাদের নিয়ে অযাচিত মন্তব্য, মিথ্যা-বানোয়াট বক্তব্য নানান মাধ্যমে প্রচার করা হচ্ছে। এসবের মাধ্যমে উপজেলা বিএনপির ঐক্য বিনষ্ট করতে দলটির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম গ্রুপের নেতাকর্মীরা ও তার ভাই মাঠে নেমেছেন। যারা এসব রটাচ্ছে তারা বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে কোনো ভূমিকা রাখেননি। যাদের সঙ্গে কথিত আওয়ামী লীগের দোসরদের সরাসরি অবস্থান পরিলক্ষিত হচ্ছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চক্রটি সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, উপজেলা বিএনপি সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আর মুজাহিদ মল্লিক, সহসভাপতি আব্দুর রহমান মুন্সি, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টুসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কাল্পনিক তথ্য প্রদান করেছে। তারা শুধু আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাই নয়, পুরো সংবাদমাধ্যমকেও জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা