যশোর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম
যশোরে আসাদুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসাদুল ইসলাম শহরের খড়কি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নিহতের ভাই মো. সাগর জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। শনিবার সকালে তারা জানতে পারেন ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতাল থেকে জানতে পেরেছি ছুরিকাঘাতে জখম চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।