ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫৩ পিএম
ঢাকার ধামরাইয়ে যাত্রীদের জিম্মি করে একটি বাসে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ধামরাইয়ের কালামপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা সজিব, মো. মিজানুর রহমান ও মো. ফজলু।
শনিবার দুপুরে ধামরাই
থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস)
মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান। তিনি জানান, গত ৩১ অক্টোবর ভোর ৫টার দিকে টাঙ্গাইল
বাইপাস এলাকা পার হওয়ার সময় যাত্রীবেশী ডাকাতরা পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী
বাসের চালক মো. হারুনের গলায় ছুরি ধরে সজিব নামে একজনকে চালকের আসনে বসায়। এ ছাড়া সুপারভাইজারের
গলায় ছুরিকাঘাত করে। সকাল ৭টার দিকে বাসটি ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায়
নিয়ে এলে খাদে পড়ে যায়। এরই মধ্যে তারা যাত্রীদের কাছ থেকে ৮০ হাজার টাকা, মুঠোফোনসহ
বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেয়। বাসের সহকারী কৌশলে জানালা দিয়ে লাফিয়ে ডাকাত ডাকাত বলে
চিৎকার করে। পরে স্থানীয়রা দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে আরেকজনকে
গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত চারটি ছুরি, লুট করা ৩ হাজার ২৪০
টাকা উদ্ধার করা হয়। জড়িত আরও চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।