দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে গুলিসহ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফ নগর, ডাংমড়কা বিজিবি চেকপোস্ট ও ক্রোফটনগর স্কুলের পেছনে অভিযান চালানো হয়।
অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একযোগে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইনসাফনগর এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করলে ফয়সাল মণ্ডল এবং লাবু ফকির মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেল তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মহিষকুণ্ডি এলাকার ডাংমড়কা চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ক্রোফডনগর স্কুলের পেছনের বাঁশবাগান থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মুন্সীগঞ্জ গ্রামের আল মামুন ইমন, ক্রোফডনগর গ্রামের রাজিব হোসেন ও মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।