× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় অবদান রাখায় সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫৩ পিএম

বন্যায় অবদান রাখায় সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনীতে সম্প্রতিকালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

জেলার স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম স্বেচ্ছাসেবক পরিবার এর আয়োজন করে।

স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গণি রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ট্রাফিক পরিদর্শক শওকত আহমেদ, ফ্রি মোশানের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান, মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান। 

সংগঠক নিশাত আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আসাদুজ্জামান দারা, ইমন উল হক, আরিফুল আমিন রিজভী, আরিফুর রহমান, নুর উল্লাহ কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক মুহাইমিন তাজিম ও বদরুদ্দোজা নোবেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফেনীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে ফেনীবাসীর পাশে থাকার কারণে বন্যায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে এসেছিল। প্রাণহানির ঘটনাও তুলনামূলক কম হয়েছে। স্বেচ্ছাসেবকদের এ অনন্য ভূমিকার কথা ফেনীর মানুষ সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

অনুষ্ঠানের শুরুতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ‘আমরা আমরাইতো’ সংগঠনের অন্যতম সংগঠক জান্নাতুল ফেরদৌস বিথী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা