× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছর পর পরিষ্কার করা হচ্ছে এসবি খাল

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম

৩০ বছর পর পরিষ্কার করা হচ্ছে এসবি খাল

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রশাসন। জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ ৩০ বছর পর অবশেষে কর্তৃপক্ষের কাছে খালটি পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব হলো।

শনিবার (২ নভেম্বর) সকালে শহরের মুন্সেফপাড়া এলাকা খালটির অংশে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ দেড় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নকাজে অংশগ্রহণকারী নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই কাজে তাদের সংগঠনের ৪৫ সদস্য অংশগ্রহণ করেছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে এবং আরেক অংশ ছিল ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশে আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসাসেবা দেব। 

বিডিক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। এখন ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। আগামীতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। এটি ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজের তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা