× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলন

গল্লামারী ব্রিজ নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

খুলনা অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম

গল্লামারী ব্রিজ নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

খুলনা নগরীর যানজট নিরসনে পশ্চিমের প্রবেশদ্বার গল্লামারী ময়ূর নদের ওপর আধুনিক সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজের নেতারা। অন্যথায় সড়ক বিভাগ, কেসিসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

শনিবার (২ নভেম্বর) দুপুরে সেতুসংলগ্ন সড়কে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব বাবুল হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, মহানগরীর যানজট নিরসনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে গল্লামারী ময়ূর নদের ওপর একটি আধুনিক সেতু নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। নির্মাণকাজ শুরু হয়েও বর্তমানে বন্ধ। ব্যস্ততম এ সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জুড়ে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা ও জট সৃষ্টি হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, জননেতা শেখ মফিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এসএম দেলোয়ার হোসেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, শাহীন হোসেন, নাজমুল তারেক তুষার, অধ্যাপক সঞ্জয় সাহা, মেহেদী হাসান, মীর কবির হোসেন, মাহফুজ চৌধুরী লোটন, রিয়াজুল ইসলাম রানা, নাজমুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা