× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪২ পিএম

সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জের সীমান্তে চোরাচালানসহ নারী ও শিশু পাচার রোধে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। শনিবার (২ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় একটি মাঠে উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট, বড়ছড়া, টেকেরঘাট, লাকমাছড়া, চারাগাঁও, বুরুংগাছড়াসহ ১৫ গ্রামের লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

এ সময় সীমান্ত জনপদের মানুষরা বেকারত্ব, বালির আগ্রাসন, ভারতের পাহাড়ি ঢল নেমে ফসল ও লোকালয় নষ্ট হওয়াসহ তাদের নানান সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেয়। 

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবি সীমান্তবাসীদের নিয়েই চোরাচালান অনুপ্রবেশ, নারী-শিশু পাচার সমস্যার সমাধান করতে চায়। এখনকার বাস্তবতার নিরিখে সবকিছু বিবেচনা করতে হবে। শুধু একটিমাত্র পেশার ওপর নির্ভর করে থাকলে হবে না। এখানে শহীদ সিরাজ লেক (নীলাদ্রি), বড়গোপ টিলা, টাংগুয়ার হাওরের পর্যটন শিল্প বিকশিত হচ্ছে। হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করার ভালো ব্যবস্থা আছে। তাই আজ বিকল্প কর্মসংস্থানের জন্য মাছ ধরার জাল, পলো টানাজাল, কনিয়াজাল ইত্যাদি উপহার দেওয়া হয়েছে। এগুলো দিয়ে মাছ ধরে জীবিকায়ন করবেন। জীবনের ঝুঁকি নিয়ে আইন অমান্য করে পাহাড়ে ওঠা যাবে না। এটি সীমান্তবাসীর জন্য বিপজ্জনক কাজ।’ 

এ সময় ২৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ স্থানীয় শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা