সংবাদ সম্মেলন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪১ পিএম
জামালপুরের মাদারগঞ্জে ক্ষতিপূরণ না দিয়ে উল্টো বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবেরগ্রাম বাজারে ভুক্তভোগী বীজ ব্যবসায়ী আলমগীর হোসেন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বীজ ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ২০২২ সালে বন্ধন জেনেটিক নামের একটি বীজ কোম্পানি থেকে জয় কিষান জাতের ভুট্টাবীজ ক্রয় করেন তিনি। এসব ভুট্টাবীজ উপজেলার কৃষকদের কাছে তিনি বিক্রি করেন। কৃষকরা জমিতে বীজ রোপণ করলে অঙ্কুরিত ভুট্টাগাছ দেড় থেকে দুই ফুট লম্বা হওয়ার পর সব গাছ মারা যায়। এতে উপজেলার প্রায় ৪০০ কৃষক ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি বন্ধন জেনেটিক কোম্পানিকে জানানো হলে তারা ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে চুক্তি অনুযায়ী তার কাছ থেকে একটি ব্ল্যাংক চেক নেয় কোম্পানি।
তিনি বলেন, পরে ক্ষতিপূরণ না দিয়ে বন্ধন জেনেটিক কোম্পানির কাছে রক্ষিত ওই ব্ল্যাংক চেক দিয়ে কোম্পানির আদায়কারী কর্মকর্তা জয়নাল আবেদীন বাদী হয়ে নীলফামারী আদালতে ৩০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা দায়ের করেন। কৃষকদের ক্ষতিপূরণ চাওয়ায় এই মামলা করা হয়েছে। অনতিবিলম্বে এই চেক জালিয়াতির মামলা প্রত্যাহার করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে চরপাকেরদহ এলাকার ক্ষতিগ্রস্ত ভুট্টাচাষি কৃষক মুক্তা মিয়া, বিপ্লব মিয়া, শামীম, তারা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।