কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম
লক্ষ্মীপুরের রামগতিতে গিয়াস উদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যের মালিকানাধীন দুটি দোকানঘর দখলের চেষ্টা করা হয়েছে। এ সময় অন্তঃসত্ত্বা এক নারীসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা জান্নাতুল ফেরদাউস, খাদিজা বেগম ও ফাতেমা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আরজু বেগম, কুলসুম বেগম ও মনোয়ারা বেগম নামে তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
গিয়াস উদ্দিনের পরিবার সূত্রে জানা গছে, উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিন চার বছর আগে আজাদনগর বাজারের ৯ শতক জমি কিনে দোকানঘর তুলে ভাড়া দিয়ে আসছেন। একই খতিয়ানের অন্য জমির মালিক হওয়ার সুবাদে আলেকজান্ডার এলাকার আবদুর রহমান গং গিয়াস উদ্দিনের চার শতক জমি রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে গত ৮ অক্টোবর গিয়াস উদ্দিন লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এরই মধ্যে আব্দুর রহমানসহ তার সহযোগীরা দোকানঘর দখল করতে যান। খবর পেয়ে গিয়াস উদ্দিনের পরিবারের নারী সদস্যরা এসে বাধা দেন। এ সময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গিয়াস উদ্দিন বলেন, পারিবারিক কাজে তিনি এলাকার বাইরে। তার দোকানঘর দখলের খবর পেয়ে পরিবারের নারী সদস্যরা ছুটে যান। কিন্তু প্রতিপক্ষের হাত থেকে তারা রেহাই পাননি। অভিযুক্ত আব্দুর রহমান আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে তার মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।
রামগতি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়ামান জানান, আদালতের রায় না হওয়া পর্যন্ত স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বাজার পরিচালনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আটকদের থানায় হস্তান্তর করা হবে। রামগতি থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।