জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:২০ পিএম
জামালপুরে বেসরকারি এমএ রশিদ হাসপাতালে ভুল চিকিৎসায় হাসি বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হাসি বেগম সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতলকুর্শা এলাকার নুরুল মল্লিকের স্ত্রী। তাদের দুটি শিশুসন্তান রয়েছে। তৃতীয় সন্তান প্রসবের সময় মায়ের মৃত্যু হয়। তবে নবজাতক সুস্থ রয়েছে।
হাসি বেগমের স্বামী নুরুল মল্লিক অভিযোগ করেন, হাসিকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এমএ রশিদ হাসপাতালে ভর্তি করা হয়। তার পর প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. রুমানা আরমানের তত্ত্বাবধানে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে রাত সাড়ে ৯টায় রোগীর অবস্থা খারাপ ও রক্তক্ষরণ হচ্ছে বলে রক্ত চাওয়া হয়। একে একে ১৪ র্যাগ রক্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর রাত সাড়ে ৩টার দিকে রোগীর অবস্থা মুমূর্ষু বলে আইসিইউতে নিয়ে যায়। কিছুক্ষণ আইসিইউতে রাখার পর গতকাল ভোরে হাসি বেগমকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ঝগড়া হয়। নিহতের মামা রাজু আহমেদ অভিযোগ করেন, ভুল চিকিৎসায় হাসিকে অকালে প্রাণ দিতে হলো। মৃত নারীর চাচাতো ভাই রোমান আহম্মেদ বলেন, ‘রাত ৯টায় রোগী মারা গেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নানা অজুহাত দিয়ে ১৪ ব্যাগ রক্ত নিয়েছে। আমরা অনুরোধ করে বলেছি, রোগীর অবস্থা খারাপ, আমাদের রোগীকে দিয়া দেন, আমরা উন্নত চিকিৎসার জন্য আরও ভালো হাসপাতালে নিয়ে যাব। কিন্তু তারা আমাদের রোগীকে ছেড়ে দেয় নাই।’
জামালপুর সিভিল সার্জন ফজলুল হক বলেন, ‘এমএ রশিদ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি, আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ এ ব্যাপারে চিকিৎসক ডা. রুমানা আরমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।