× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুপনা-ঋতুপর্ণার মায়েরা চান রাস্তা ঘর চাকরি

রিকোর্স চাকমা, রাঙামাটি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ পিএম

মা কালাসোনা চাকমার সঙ্গে রুপনা ও ঋতুপর্ণার সঙ্গে তার মা ভূজিপতি চাকমা।

মা কালাসোনা চাকমার সঙ্গে রুপনা ও ঋতুপর্ণার সঙ্গে তার মা ভূজিপতি চাকমা।

দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে আলো ছড়ালেন পাহাড়ের বীরকন্যারা। বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে তারা ধরে রেখেছেন চ্যাম্পিয়নশিপের মুকুট। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা ছিলেন বাংলাদেশের আস্থার প্রতীক। বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে।

বাঁশের সাঁকো পার হয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা। মাউরুমছড়া ঘেঁষে আঁকাবাঁকা ঢালু পাহাড়ি পথ পাড়ি দিয়ে শুক্রবার রুপনাদের বাড়ি গিয়ে দেখা যায়, তার মা ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর উপহার পাওয়া নতুন ঘরের সামনে ক্ষেতে কাজ করছেন। তার চোখেমুখে যেন মেয়ের বিজয়ের উচ্ছ্বাস।

রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘আমার মেয়ে খেলাধুলা করে বাংলাদেশের সুনাম করে দিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েটা তো সারা জীবন খেলাধুলা করে বাঁচতে পারবে না। আর কাজ করেও খাইতে পারবে না। তার একটা চাকরি দরকার। আগের সরকার তো নতুন ঘর করে দিয়েছে, ব্রিজও হয়ে যাচ্ছে। এখন যেহেতু সরকার বদল হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে দাবি থাকবে আমার মেয়েকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেই সঙ্গে আমাদের বাড়িতে আসার রাস্তাটাও যেন করে দেওয়া হয়।’ 

অন্যদিকে, সেরা খেলোয়াড় ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। অ্যাটাকিং এই মিডফিল্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালেও জয়ের নায়ক এই ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। তাদের বাড়ি যাওয়ার জন্য নেই রাস্তা। ধানক্ষেত দিয়ে ঘণ্টাখানেক হেঁটে যেতে হয় তাদের বাড়ি। নারী ফুটবল সাফজয়ী হওয়ায় ঋতুপর্ণার বাড়িতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। মেয়ের এমন অর্জনে খুশিতে আত্মহারা তার মা। 

তার মা ভূজিপতি চাকমা বলেন, ‘আমি আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চাই, যাতে সে আরও ভালো খেলতে পারে। দেশে সুনাম, এলাকার সুনাম আনতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘গতবার যখন আমার মেয়েরা জিতেছিল তখন নতুন ঘর, রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও কিছুই দেয়নি। আমার ঝড়বৃষ্টি হলে ভয় লাগে, এই যেন ঘরটা বাতাসে ওড়ে যায়। এবার যদি অন্তত আমাদের ঘর ও বাড়িতে আসার রাস্তাটি সরকার করে দেয়, তাহলে অনেক উপকার হবে।’

ভিডিওকলে ঋতুপর্ণা বলেন, এর আগেও আশ্বাস দেওয়া হয়েছিল যে, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ও ঘর করে দেওয়া হবে। তবে এই আশ্বাস শুধু আশ্বাসই রয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা