× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুষ্ঠিত হলো এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৭:৪৩ পিএম

বিতর্ক উৎসবে বিজয়ীরা এক ফ্রেমেবন্দি

বিতর্ক উৎসবে বিজয়ীরা এক ফ্রেমেবন্দি

‘যুক্তি দিয়ে মুক্ত করি সকল রুদ্ধদ্বার’ এই স্লোগানকে ধারণ করে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব-২৪। এনডিএফ কর্তৃক আয়োজিত এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন গ্রীণ এক্সিম গ্লোবাল লিমিটেড, মোডা ইটালিয়ান, ইবনে সিনা হসপিটাল সিলেট। মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিল চ্যানেল আই, বার্তা ২৪, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজ। 

সকাল ৯টায় র‍্যালি হওয়া পর অনুষ্ঠিত হলো স্কুল পর্যায়ের বাংলা ফাইনাল বিতর্ক, যেখানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ স্কুল। আর কলেজ পযার্য়ের বাংলা ফাইনাল বিতর্কে এমসি কলেজকে হারায় সিলেট সরকারি কলেজ। 

কুইজ প্রতিযোগিতা, বাংলা বারোয়ারী বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং, ইংরেজি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠিত হলো নতুন বাংলাদেশে আমিই সেরাদের সেরা। আঞ্চলিক বিতর্ক। যেখানে অংশ গ্রহণ করে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী ও যশোর জেলার প্রতিনিধিরা। এছাড়া অনুষ্ঠিত হলো দ্রোহের কেতন উড়িয়ে আমি বিপ্লবী রণতূর্য্য শিরোনামে প্লানচেট বিতর্ক যেখানে অংশ গ্রহণ করে ২৪ এর গণ আন্দোলনে শহীদ হওয়া মুগ্ধ, আবু সাঈদ, ইন্দিরা গান্ধী, মাইকেল জ্যাকশন, প্রীতিলতা এবং চে গুয়েভারা। 

রিকাবাজার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের উদ্বোধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দানবীর রাগীব আলী, ইবনে সিনার ম্যানেজার হামিদুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ ও সিলেট জোনের প্রধান খলিলুর রহমান। 

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন এক্সিম গ্লোবাল লিমিটেড-এর পরিচালক (অর্থ) ভাস্কর নাজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির খান, প্রধান শিক্ষক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ; সিলেট জোনের প্রধান খলিলুর রহমান; ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক, এমসি কলেজ এবং মনোয়ারা বেগম, কর্ণধার সুগন্ধা নার্সারী। 

এই আয়োজনে কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন কনভেনর আবু কাইসার মোঃ আল-আমিন। কো কনভেনর নিশাত পানডে,রাহিকুল হক সিদ্দিকী, মোঃ আবিদুর রহমান আবিদ, মারুফ ইসলাম জিহান, মোঃ আরিফুল ইসলাম, নাজমুস সাকিব সামি, আরাফাত রহমান চৌধুরী, আবু তানভির মোঃ নাদের, তাওহীদ ইসলাম এবং আবদুল্লাহ বিন ফাত্তাহ রিফাত। 

অর্গানাইজার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আদিল আহনাফ, তামিম বিন সাবুর, আহনাফ কামলা চৌধুরী, আহসানুল হক আদিব,প্রতাশা তালুকদার তনু, রাকিন হুচাইন সালমান। ঢাকা সেন্ট্রাল জোন থেকে উপস্থিত ছিলেন মহাসচিব আশিকুর রহমান আকাশ, মহাপরিচালক, এম আলমগীর আরো উপস্থিত ছিলেন বিলকিস বারী, সোহাগ নাফিস, মো: তাওহীদ হোসেন দীপ্র,ফারুক আহমেদ শুভ, মতিউর রহমান, হাবিবুল্লাহ রনি, তিশা পারভিন এবং ফাহাদ, সাদিকা তাসনিম অর্নিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা