রংপুর অফিস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৫:৪৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৬:১৪ পিএম
রংপুর নগরীতে লাঠি মিছিল করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রবা ফটো
সারা দেশে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘোষণায় ভিপি নুরের গণঅধিকার পরিষদসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রংপুরে লাঠি মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি লাঠি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পায়রা চত্বরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন, দলের যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, যুবসংহতির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্নাসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।
সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গোটা দেশে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আমরা ইসরায়েলের টাকায় চলা গণঅধিকার পরিষদকে হিসাব করি না। কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুলাহকে ব্যবহার করে জাতীয় পার্টিকে ধ্বংসের পাঁয়তারা করছে। আমি ভিপি নুরসহ অন্যদের হুঁশিয়ারি দিতে চাই। রাজপথে দেখা হবে, রাজপথে স্লোগান হবে, রাজপথে রক্ত যাবে, রাজপথে মিছিল হবে, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে আমরা প্রস্তুত আছি ও থাকব।