× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ২ পোশাক কারখানায় কর্মবিরতি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৬:২০ পিএম

গাজীপুরে ২ পোশাক কারখানায় কর্মবিরতি

বিভিন্ন দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইসলাম গ্রুপ ও তুষকা গ্রুপের শ্রমিকরা নিজ নিজ কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন।

ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম গ্রুপের শ্রমিকরা ২১ দফা ও তুষকা গ্রুপের শ্রমিকরা ১৬ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছেন।

ইসলাম গ্রুপের শ্রমিকদের দাবিগুলোর মধ্যে আছে—অনিয়মের অভিযোগে কারখানা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েজনের চাকরিচ্যুতি, শতভাগ সার্ভিস বেনিফিট (চাকরি ছাড়ার পর আনুষঙ্গিক আর্থিক সুবিধা) দেওয়া, হাজিরা বোনাস, টিফিন বিল ও নাইট বিলের ব্যবস্থা করা, অন্তত ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বাড়ানো ইত্যাদি।

আর তুষকা গ্রুপের শ্রমিকরা ১০ শতাংশ হারে বার্ষিক বেতন বাড়ানোর দাবি তুলেছেন। এর বাইরে ঈদুল ফিতরে সর্বনিম্ন ১০ দিন ও ঈদুল আজহায় সর্বনিম্ন ১২ দিন ছুটি, নামাজের বিরতি, ১২ রবিউল আউয়াল ও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির দাবি তুলেছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ইসলাম গ্রুপ শ্রমিকেরা কাজে যোগদান করবে। তাদের সঙ্গে মালিকপক্ষ কথা বলেছে। এ ছাড়া তুষকা গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলাপ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা