মোংলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৩:৫৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম
মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকার পাঁচ জেলে নদে পড়ে যান। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ। তাকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে অভিযান চালাচ্ছে মোংলা কোস্টগার্ড।
শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ জেলের নাম আবদুল হাকিম। তার বাড়ি খুলনার লাউডোব এলাকায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটি উদ্ধার করে। তবে এ সময় নদে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচ জেলে ছিটকে পড়েন। চারজন উদ্ধার হলেও আবদুল হাকিম নামে একজন নিখোঁজ। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় অভিযান চলছে। তবে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, নিখোঁজ জেলে উদ্ধারে কোস্টগার্ডের দুটি টহল টিম কর্তৃক সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান চলমান রয়েছে।