কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২১:০০ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে মা ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাক তেলিরচালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
এ সময় নিহত ওই নারীর পরনে নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির পরনে হলুদ রঙের টি-শার্ট ছিল। লাশ দুটির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় শিশুরা মমির আলী হাজীর পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরে দুটি লাশ ভাসছে। তখন তারা চিৎকার করলে স্থানীয়রা এসে পুকুরে মা এবং এক শিশুর লাশ ভাসতে দেখে ৯৯৯ মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি লাশ উদ্ধার করেছি। উদ্ধারকৃতদের একজন নারী আর একজন ছেলেশিশু রয়েছে, তাদের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে।