রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুই ভাই ইসমাইল ও সোহেলের মৃত্যুর পর এবার একই পরিবারের বাবা বাবুল মিয়া ও মেয়ে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকালে এবং বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ভাড়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের স্বামী মোহাম্মদ বাবুল, স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ছেলে ইসমাইল, সোহেল, মেয়ে মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হন। গত মঙ্গলবার সকালে ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বুধবার ও বৃহস্পতিবার মৃত্যু হলো বাবুল মিয়া ও তার মেয়ে তাসলিমা আক্তারের। এ ছাড়া পরিবারটির আরও দুই সদস্য মুন্নি আক্তার ও সেলিনা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মারা যাওয়া মোহাম্মদ বাবুলের ভাই মঙ্গল মিয়া বলেন, ভাই, ভাতিজা ও ভাতিজির মৃত্যুতে তাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।