জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৯:৪৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম
জয়পুরহাটে ২৪ দিন ধরে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।প্রবা ফটো
জয়পুরহাটে ২৪ দিন ধরে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
নিখোঁজ ওই ছাত্রের নাম সোয়ায়েব হোসেন
সিহাব। সে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে
সদরের নারায়ণপাড়া পালী গ্রামের সোহেল রানার ছেলে।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রের বাবা
সোহেল রানা লিখিত বক্তব্যে বলেন, ‘আমার একমাত্র ছেলে সোয়ায়েব হোসেন সিহাবকে পড়াশোনার
জন্য শহরের মৌমিতা ছাত্রাবাসে রেখেছিলাম। গত ৭ অক্টোবর রাতের কোনো এক সময় ছাত্রাবাসের
কাউকে এবং আমাদের কিছু না জানিয়ে কোথায় যেন বেরিয়ে পড়ে। আমার পরিবার তার বন্ধুসহ
আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান পাইনি। পরে ওই দিন থানায় জিডি করা হয়েছে।
সে সময় পুলিশ ট্র্যাকিং করে ঢাকায় তার লোকেশন পায়। এরপর আমরা র্যাব ক্যাম্প, সেনা
ক্যাম্পে জানিয়েও ছেলের সন্ধান পাইনি।
সিহাবের মা লাকী বেগম বলেন, ‘আমার
ছেলে নিখোঁজের অনেক দিন হয়ে গেল। কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি সন্তানের সন্ধান চাই।’
এ সময় সিহাবের মা লাকী বেগম, খালা সেলিনা আক্তার, পারুল আক্তার, নানা আবদুস সালাম উপস্থিত
ছিলেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
শাহেদ আল মামুন বলেন, ওই শিক্ষার্থী সন্ধানের জন্য সারা দেশে বার্তা পাঠানো হয়েছে।
তার সন্ধানের জন্য পুলিশের চেষ্টা চলছে।