চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ পিএম
এ কে এম ফজলুল্লাহ। ছবি : সংগৃহীত
অবশেষে চেয়ার ছাড়তেই হচ্ছে চট্টগ্রাম ওয়াসার সেই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহকে। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পাস-২ শাখার উপসচিব মো. আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পাশাপাশি অপসারণ করা হয়েছে।
একই দিন আরেক প্রজ্ঞাপনে সংস্থাটির দৈনন্দিন কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগের পরিচালককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে বিষয়টি জানাজানি হয়েছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। একেএম ফজলুল্লাহর এ অপসারণের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসায় একচ্ছত্র ১৪ বছরের ‘শাসনের’ অবসান হলো।
ওয়াসা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী থেকে অবসরে যান একেএম ফজলুল্লাহ। পরে তদবির করে ২০০৯ সালের ৮ জুলাই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে এক বছরের নিয়োগ নেন। এরপর থেকেই সদ্যক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা করে ১৪ বছর ধরে পরপর ছয়বার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি চট্টগ্রাম ওয়াসায় ‘ক্ষমতাধর’ এমডি হিসেবে পরিচিত ছিল একেএম ফজলুল্লাহ। দীর্ঘ এই সময়কালে তিনি একক আধিপত্য বিস্তার এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গড়ে তুলেছেন পৃথক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রকল্প লুঠপাট, আত্মীয়স্বজনকে নিয়োগ ও পদোন্নতিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগ তদন্তে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকারের বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে একটি তদন্ত দল চট্টগ্রামে আসেন। তবে এখনও সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখার আগেই ‘ক্ষমতাধর’ এমডি একেএম ফজলুল্লাহকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।