মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম
‘ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়েছে। পরে আমাকে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করা হয়। দীর্ঘ ৫ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে বারবার দেশের কথাই মনে পড়েছে। প্রবাসে কত কষ্টে ছিলাম। আপনারা যদি মনে করেন তারেক রহমান আনন্দে রয়েছে, তা কিন্তু ভুল। তিনি সব সময়ই বিভিন্ন মাধ্যমে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতেন ও করছেন।’
কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা
অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান
ফারুক।
ড.
এম ওসমান ফারুক কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে
বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমাদের
এই বিজয় সমুন্নত রাখতে সবাইকে ধৈর্য ধরে এলাকায় কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের
হাতকে শক্তিশালী করতে হবে।’
তিনি
বলেন, ‘দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, যিনি আমাদের সকল আন্দোলন সংগ্রামের উৎস।
দোয়া করবেন তারেক রহমানের জন্য। যাতে উনি দ্রুত দেশে ফিরে আসতে পারেন। ভালো হোক, মন্দ
হোক কারও দেশে ফিরে আসা আটকিয়ে রাখার অধিকার কারও নেই, কোনো সরকারেরও নেই।’
করিমগঞ্জ
উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান
দুলাল সিকদারের সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য দেনÑ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল
ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউস, অ্যাডভোকেট জাহাঙ্গীর
আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,
সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক
সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ।