খুলনা অফিস
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৭:৪৩ পিএম
যৌথ বাহিনীর হাতে আটক চারজন। প্রবা ফটো
খুলনায় ওয়ান শুটার গান, গুলি, বোমা ও মাদকসহ চার ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাব্বির হোসেন, মো. ফয়সাল, মো. বাবু ও জামিল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড তাজা বুলেট, তিনটি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মাহবুবুর হোসেন আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় চার ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে ঘেরের মাচাঘর তল্লাশি করে দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড তাজা বুলেট, তিনটি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং চারটি মোবাইল ফোন এবং ঘেরের পানির নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত মালামাল ও আটককৃতদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।