× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

সাভার প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:০১ পিএম

ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

সাভারের আশুলিয়ায় ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত সাতটি গরুসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলুটিয়া পশ্চিমপাড়া গ্রামের করিম মোল্লার ছেলে মো. তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮) ও আফজাল শেখের ছেলে মো. কোরবান আলী (২৫), দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে মো. আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে মো. শহিদুল (৩৬), আশুলিয়ার কলতাসুতি বারল এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. সজীব (২১) ও টিটু মিয়ার ছেলে মো. শিবলু আহম্মেদ (২০)।

এর আগে ২৮ অক্টোবর মধ্যরাতে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা। পরে শহিদুল এনাম রাশেল নামে এক ব্যবসায়ী অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, শহিদুল এনাম রাশেল গরুর ব্যবসার সুবাদে রাজশাহী সিটিহাট থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তারা ট্রাক ভর্তি গরু নিয়ে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় ফিনিক্স স্পিনিং মিলসের সামনে পৌঁছালে ১৫-১৬ জনের একটি ডাকাত দল অন্য একটি মিনি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় চালক, হেলপার ও রাখালকে মিনি ট্রাকে উঠিয়ে অস্ত্রের মুখে হাত-পা-চোখ বেঁধে রাখে। পরে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ক্লুলেস চাঞ্চল্যকর এ মামলাটি শুরু থেকে থানা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি চৌকশ তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তের স্বার্থে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলাসহ আশুলিয়া থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী ৭টি গরু, ট্রাক এবং ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের দলের সর্দার পলাশ পলাতক রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত গ্রেপ্তার ও অবশিষ্ট গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা