মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২২:০৫ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২২:০৫ পিএম
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে চালের কীটনাশক ট্যাবলেট খেয়ে মেহেদী হাসান শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে হরিণধারা গ্রামে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মেহেদী হাসান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল রবিবার বাগেরহাট মর্গে পাঠানো হবে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের হরিণধারা গ্রামের মো. দুলাল শেখের ছেলে মেহেদী হাসান। সে দোকান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরে মেহেদী ঘুম থেকে জেগে রাতের কোনো এক সময় ঘরে থাকা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে ফেলে। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে শনিবার ভোর রাত ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।